সারাদেশঃ
জাকাতের টাকা বিতরণ নিয়ে সংঘর্ষ এর পর গোলা গুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম- নাছের (৪০)। এসময় তার বাবা আলী মদনও গুলিবিদ্ধ হন।

১৫ মে, শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে খলিল তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। এ ঘটনায় পুলিশ শওকত ও জসিম নামে দুই জনকে আটক করেছে বলে জানান ওসি।

ওসি জানান, শুক্রবার রাতে নিজ গ্রামে জাকাতের টাকা বিতরণ করছিলেন এক ধনাঢ্য ব্যক্তি। নিহত নাছেরের ছোট ভাই লোকমান ও গ্রেপ্তার জসিম জাকাত প্রদানকারীর সঙ্গে ছিলেন। সেখানে লোকমান ও জসিমের মধ্যে ঝগড়া হয়। লোকমান জসিমকে ঘুষি মারে। তখন জসিমের বড় ভাই শওকত এবং লোকমানের বাবা-ভাইয়েরা ঘটনাস্থলে আসেন। এ নিয়ে মারামারি শুরু হয়।

একপর্যায়ে শওকতের গুলিতে নাছের ও তার বাবা আলী মদন গুলিবিদ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। নাছেরকে ডাক্তার মৃত ঘোষণা করেন। বাবা চিকিৎসাধীন আছেন।

ওসি আব্দুল করিম বলেন, ‘নাছের ও শওকতরা প্রতিবেশি। তাদের মধ্যে আধিপত্যের দ্বন্দ্ব পুরনো। দুজনকে আটক করেছি। অন্যদের আটকে অভিযান চলছে।’ তবে স্থানীয়ভাবে যুবলীগ নেতা হিসেবে পরিচিত নাছের বোয়ালখালী থানার সাতটি মামলার আসামি বলে জানান তিনি।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily