অনলাইনঃ

ঘুড়ি উড়াতে গিয়ে সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকায় চারতলা ভবনের ছাদ থেকে পড়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নগর গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) জুবায়ের আহমদের মৃত্যু হয়েছে।

ঈদুল আজহার আগের দিন রবিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। জুবায়ের নগর গোয়েন্দা সংস্থার সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, রবিবার বিকেল ৫টার দিকে চারাদিঘীর পাড় এলাকার আলআমিন ৫ নম্বর বাসার চারতলার ছাদে ঘুড়ি উড়াতে ওঠেন জুবায়ের আহমদ। হঠাৎ অসাবধানতাবশত চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে জুবায়ের আহমদ তিন ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিভূতি ভূষণ।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily