সারাদেশঃ
কুমিল্লার গোমতী নদীতে মেসার্স বাদল সরকার অ্যান্ড সন্স নামক লঞ্চের ছাদে নাচানাচির এক পর্যায়ে নদীর ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে প্রায় ১৫ জন দগ্ধ হওয়ার সংবাদ পাওয়া গেছে।

সোমবার (২৩ আগস্ট) রাত ১০টায় ওই লঞ্চে এ ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিতাস উপজেলার দড়িকান্দি ব্রিজের পূর্ব পাশে লঞ্চটির দোতলায় মাইক লাগিয়ে উচ্চ শব্দে ডিজে পার্টি করছিল একদল তরুণ।

এ সময় নদীর ওপর থাকা বিদ্যুতের তারের সঙ্গে বেশ কয়েকজন জড়িয়ে পড়েন। এ সময় ৩ জন নদীতে পড়ে গেলে ২ জনকে উদ্ধার করা হয়।

এদিকে আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এছাড়াও কয়েকজনকে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে স্থানীয়দের ধারণা, এখনো একজন নিখোঁজ রয়েছেন।

আগস্টেই পরীক্ষামূলকভাবে চলতে দেখা যাবে মেট্রোরেল

তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। শুনেছি একজন নিখোঁজ ও ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছে।

কেউ নিখোঁজ কিনা নিশ্চিত করা যায়নি। বিষয়টি নিশ্চিত হলে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily