অনলাইনঃ
দ্বিতীয় দিনের মতো সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছে আওয়ামী লীগ দলীয় মহিলা প্রার্থীরা। দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সকাল ১০টায় শুরু হয় এ কার্যক্রম।
গতকাল মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে প্রথম দিনে ৬শ’ মনোনয়ন ফরম বিক্রি করেছে আ.লীগ। মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা প্রার্থীরা দলের সমর্থনের ব্যাপারে আশাবাদী হলেও, শেষ পর্যন্ত দলের সিদ্ধানই চূড়ান্ত বলে জানান তাঁরা।
একাদশ সংসদ নির্বাচনে ২৫৭ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। সংবিধান অনুযায়ী সংসদের ৩০০ আসনের মধ্যে সংরক্ষিত ৫০ আসনের ৪৩টিই পাচ্ছে ক্ষমতাসীন দলটি। ১৮ জানুয়ারি পর্যন্ত মনোনয় ফরম বিক্রি ও জমা নেয়া হবে। এবার প্রতিটি ফরমের দাম নেয়া হচ্ছে ৩০ হাজার টাকা। ১৭ই ফেব্রুয়ারি নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।
এদিকে দলের জন্য ত্যাগের পাশপাশি বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিবে আওয়ামী লীগ। গেলো সংসদে যেসব এলাকা বাদ পড়েছে সেসব এলকার নারী সংসদে আসা ছাড়াও গুরুত্ব পাবেন বিভিন্ন পেশার নারীরা। এরইমধ্যে সংসদের সংরক্ষিত মহিলা আসনে যোগ্য প্রার্থী অনুসন্ধানে নেমেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আগামী ৩০ জানুয়ারি শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। অধিবেশন শুরু হলেই সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচন প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন।
এদিকে, সংরক্ষিত নারী সংসদ সদস্য খুঁজে নিতে মঙ্গলবার থেকে দলীয় সভাপতির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। মনোনয়নপত্র সংগ্রহ করতে ভীড় জমিয়েছেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা। তারা তুলে ধরছেন দলের দুর্দিনে তাদের অবদানের নানা খতিয়ান। দলীয় কর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী নারীরাও চান, একাদশ সংসদে জায়গা করে নিতে।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব:) ফারুক খান জানান, যে সমস্ত জেলা থেকে এখনও নারী সংসদ সদস্য হয়নি, সে সমস্ত জেলা থেকে যারা নারী নেতাকর্মী রয়েছে তাদের মধ্য থেকে হবেন। বিভিন্ন সময়ে দলের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন, দলের জন্য অবদান রেখেছেন, জনপ্রিয়তা অর্জন করেছেন তাদের মধ্য থেকে হবেন। এছাড়া, পেশাজীবী, যারা নিজেদের পেশায় সুনাম অর্জন করেছেন তাদের অভিজ্ঞতা কাজে লাগাবার জন্যে তাদের মধ্য থেকে কিছু নারী সংসদ সদস্য হতে পারেন।
-ডিকে