নিজস্ব প্রতিবেদকঃ
বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্টিত হলো দেশের সবচেয়ে বড় ইসলামী প্রতিযোগীতা ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসের চতুর্থ আয়োজনের প্রাথমিক বাছাই পর্ব।
মঙ্গলবার মহানগরীর হিল ভিউ এলাকায় শিশু একাডেমিতে অডিশন পর্বে দুইশোর অধিক প্রতিযোগী অংশগ্রহন করে ।
প্রাথমিক বাছাইয়ে ২৩ জন প্রতিযোগী নির্বাচিত করা হয় । যাদের মধ্য থেকে সেরা ছয়জন ঢাকায় চুড়ান্ত পর্বে সরাসরি অংশগ্রহন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আকিজ ফুড এন্ড বেভারেজের উদ্যোগে ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস নবীন শিক্ষার্থীদের মাঝে ইসলামী আদর্শ তৈরিতে ভুমিকা রাখছে বলে বলে আয়োজকদের ভাষ্য।
চট্টগ্রামে বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্বপালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক, ইসলামী সংগীত শিল্পী জাফর সাদেক এবং এটিএন বাংলার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ক্বারী একেএম ফিরোজ।
এমাসের মধ্য সিলেটে ৭ মার্চ, ময়মনসিংহে ১০ মার্চ, বগুড়ায় ১৩ মার্চ, রাজশাহীতে ১৬ মার্চ , খুলনয় ১৯ মার্চ , এবং ঢাকা বিভাগে ২২ মার্চ বাছাই পর্ব অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। আঞ্চলিক সেরা প্রতিযোগিদের নিয়ে পরবর্তীতে ঢাকায় আয়োজন করা হবে কিশোর শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠা এই ইসলামী প্রতিযোগিতার চুড়ান্তপর্ব।
দেশের নবীন শিক্ষার্থীদের মাঝে ইসলামী আদর্শ তুলে ধরার জন্য ২০১৬ সাল থেকে ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস’ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। আয়োজকরা বলছেন প্রতিযোগিতাটি শিশুদের মানবিক বিকাশে অবদান রাখছে বলে বিভিন্ন মহল থেকে প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, বিদ্যালয় এবং মাদ্রাসার ১০-১৬ বছর বয়সী যেকোনো শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে, যারা ক্বিরাত, ইসলামিক জ্ঞান, হামদ-নাত এবং আযান এ সমানভাবে পারদর্শী।
-ডিকে