বিনোদনঃ
ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু রূপালি গিটার ছেড়ে চলে গেছেন। তারঁ স্বরণে এবার গড়ে উঠছে আইয়ুব বাচ্চু চত্বর।

আইয়ুব বাচ্চুর জন্মস্থান চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়কে ঘোষণা করা হবে আইয়ুব বাচ্চু চত্বর হিসেবে। এমনটাই জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

গত বছরের ১৮ অক্টোবর ভক্ত-শ্রোতাদের শোকে ডুবিয়ে চলে গেছেন আইয়ুব বাচ্চু। শোকে কাঁদিয়ে দিয়েছিলেন পুরো দেশটাকেই। তার শেষ বিদায়ে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। ভক্তরা কেউ কেউ এসেছিলেন ফুল হাতে, কেউ হাজির হয়েছিলেন বাচ্চুর প্রিয় গান ‘রূপালি গিটার’ নিয়ে।

ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তার জানাজায় অংশ নিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণ করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার অংশ হিসেবেই ‘আইয়ুব বাচ্চু চত্বর’ গড়ে তোলা হবে।
-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily