অনলাইনঃ
সাতক্ষীরায় ঘুষের টাকাসহ হাতেনাতে উপজেলা সাব-রেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পার্থ প্রতিম মুখার্জী নামের এই সরকারি কর্মকর্তা জেলার শ্যামনগর উপজেলায় দায়িত্বরত ছিলেন। এ সময় তার কাছে থেকে নগদ এক লাখ টাকা জব্দ করে দুদক।

৩০ ডিসেম্বর, সোমবার রাত ৯টায় তাকে সাতক্ষীরা কলেজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নীল কমল পাল এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে দুদক কর্মকর্তা নীল কমল পাল জানান, সাতক্ষীরা শহরের কলেজ পাড়ার সাজ্জাদ হোসেনের বাড়িতে ভূমি রেজিস্ট্রি কমিশন বসে। এ সময় সাব- রেজিস্ট্রার পার্থ প্রতিম মুখার্জী জমির ক্রেতা সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজার প্রতিনিধি ফজলুল হকের কাছ থেকে এক লাখ টাকা ঘুষ আদায় করেন। এই টাকা লেনদেনের সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, এক একর দুই শতক জমির দাতা কাজী সফিকুল ইসলামসহ ১০ জন। জমির মূল্য হিসেবে আজ (সোমবার) ৩৮ লাখ টাকা লেনদেন শেষে রেজিস্ট্রি সম্পন্ন হয়। পার্থ প্রতিম সাজ্জাদ হোসেনের বাড়িতে ভাড়ায় থাকেন। সেই বাড়িতেই বসেছিল কমিশন।

তিনি আরো জানান, গ্রেপ্তারের পর পার্থ প্রতীমকে সাতক্ষীরা সদর থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত কার্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily