গ্রামীণফোন ১০০০ কোটি টাকা জমা দিবে বিটিআরসিকে

গ্রামীণফোন ১০০০ কোটি টাকা জমা দিবে বিটিআরসিকে
গ্রামীণফোন ১০০০ কোটি টাকা জমা দিবে বিটিআরসিকে

অনলাইনঃ

বিটিআরসিতে রবিবার ১০০০ কোটি টাকা জমা দিচ্ছে গ্রামীণফোন। গ্রামীণফোনের রিভিউ আবেদনে ‍বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ে ১০০০ কোটি টাকা দেয়ার নির্দেশের পর শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় গ্রামীণফোন কর্তৃপক্ষ।

এরআগে কোর্টের রায়ের পর বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক সাংবাদিকদের বলেছিলেন, টাকা না দিয়ে গ্রামীণফোনের যাওয়ার আর জায়গা নেই বলে তিনি মনে করেন। অপারেটরটি এবার টাকা দিয়ে দেবে বলে নিয়ন্ত্রণ সংস্থাটির চেয়ারম্যান তার আশার কথা জানিয়েছিলেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার আদেশে গ্রামীণফোনকে বলেছেন, সোমবারের মধ্যে আগে বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দিয়ে আসুন এরপর ওইদিন পরবর্তী আদেশ দেয়া হবে।

আপিল বিভাগের ঘোষিত প্রথম রায়ে সোমবারের মধ্যে (২৪ ফেব্রুয়ারি) গ্রামীণফোনকে ২০০০ কোটি টাকা দেওয়ার নির্দেশনা ছিল। পরে গ্রামীণফোন সেই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে। বৃহস্পতিবার রিভিউয়ের শুনানিতে ১০০০ কোটি টাকা দিয়ে আসার নতুন এই সিদ্ধান্ত জানানো হয়। রিভিউ আবেদনে অপারেটরটি ৫৭৫ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করে, যা তারা এক বছরে সমান বারোটি কিস্তিতে পরিশোধ করতে চাইছিল তারা।

তবে আবেদনে ওই প্রস্তাব আমলে নেয়নি উচ্চ আদালত। অডিট আপত্তিতে বিটিআরসি গ্রামীণফোনের কাছে মোট ১২ হাজার ৫৮৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা হিসেবে দাবি করে।

-ডিকে

FacebookTwitter