গ্যাসের চুলার আগুনে পুড়ে মৃত্যু বেড়ে ৫

গ্যাসের চুলার আগুনে পুড়ে মৃত্যু বেড়ে ৫
গ্যাসের চুলার আগুনে পুড়ে মৃত্যু বেড়ে ৫

সারাদেশঃ
গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ সোনিয়া আক্তার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচজনে।

ঘটনাটি ঢাকার অদূরে কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকায় ঘটেছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান সোনিয়া।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কেরানীগঞ্জের আগুনের ঘটনায় সোনিয়া নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

তিনি বলেন, কেরানীগঞ্জ থেকে দগ্ধ হয়ে ছয়জন আমাদের এখানে এসেছিলেন। তাদের মধ্যে পাঁচজনই মারা গেছেন। বাকি একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। সেখানে প্রথমে দগ্ধ শিশু মারিয়ামের (৮) মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মো. ইয়াসিন (১২)।

-আরপি

FacebookTwitter