সারাদেশঃ
গাইবান্ধায় যুক্তরাষ্ট্র প্রবাসীর সংস্পর্শে থাকা নতুন আরও দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাদের গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ।

তিনি জানান, ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) টিম এসে দুই যুক্তরাষ্ট্র প্রবাসীর সংস্পর্শে যারা ছিলেন তাদের অনেকের নমুনা নিয়ে যায়।

আজ শনিবার আইইডিসিআর জানায় নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। এ খবর পাওয়ার পর ২ জনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের আইসোলেশন নেওয়া হয়।

উল্লেখ্য, ২২ মার্চ ২০২০ ইং তারিখে সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নে হবিবুল্লাপুর গ্রামে কাজল মন্ডল পিতা শচিন্দ্র নাথ মন্ডলের বোনের বিবাহোত্তর অনুষ্ঠানে অংশগ্রহণকারী দুজন আমেরিকা প্রবাসী আত্মীয় করোনা পজেটিভ হিসাবে শনাক্ত হয়েছিলেন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily