নিজস্ব প্রতিবেদকঃ

দূর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী ১৫ই জুলাই পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আপিল শুনানি মুলতবি ঘোষণা করেন।

এছাড়া এ মামলায় খালেদার জামিনের মেয়াদ ১৯শে জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালত। এর আগে সকাল ১১টায় আপিলের শুনানি শুরু হয়।

এসময় খালেদা জিয়ার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজাক খান।

অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily