অনলাইন ডেস্কঃ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গেঁটেবাত জনিত সমস্যার জন্য ফিজিওথেরাপি দেয়া শুরু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘বিশেষজ্ঞ একদল ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে বিকেলে খালেদা জিয়াকে ফিজিওথেরাপি দেয়া হয়েছে।

তবে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়াকে কতোদিন থাকতে হবে, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছে না কর্তৃপক্ষ।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বিএসএমএমইউর ইন্টারন্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া ৩০ বছর ধরে রিউমাটো আর্থ্রাইটিসে ভুগছেন। এই রোগ নিয়ন্ত্রণে না থাকায় বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে। তার দুই হাঁটু আগে থেকে প্রতিস্থাপন করা। সেখানে কিছুদিন আগে ফুলে গিয়েছিল। ওষুধ প্রয়োগ করে তা ঠিক করা হয়েছে।

বিএনপি নেতারা বহুদিন ধরে বলে আসছিলেন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। খালেদা জিয়ার অসুস্থতার পরিপ্রেক্ষিতে সরকার বলে আসছিল জেলকোড অনুযায়ী তাকে বিএসএমএমইউয়ে চিকিৎসা নিতে হবে। তবে খালেদা জিয়া এতে রাজি হচ্ছিলেন না। তিনি চেয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে।

উল্লেখ্য, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং স্বল্প সময়ের মধ্যে পাঁচ সদস্যের আরেকটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। বোর্ডের তিন সদস্যকে বেগম খালেদা জিয়ার পছন্দের হতে হবে বলে নির্দেশ দেন আদালত। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily