ম্পের্টাসঃ
১৯৯৬ সালে এসএসসি এবং ১৯৯৮ সালে এইচএসসি পাশ করা সমবয়সীদের নিয়ে তৈরি ক্লাব-৯৬৯৮ এর উদ্যোগে প্রথমবারের মত ক্রিকেট টুর্নামেন্ট সিপিএল ব্লাস্ট ২০১৯ শুরু হয়েছে।

টূর্নামেন্টটি উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সিলেক্টর হাবিবুল বাশার সুমন।

উত্তরা ১৪ নম্বর সেক্টরের খেলার মাঠে বিশাল আয়োজনের এই টূর্নামেন্ট চলবে দু’দিনব্যাপী।

সিক্স এ সাইড এই টুর্নামেন্টে খেলোয়াররা সবাই সমবয়সী। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের দলগুলোর মালিক এবং স্পন্সররা সবাই ক্লাব সদস্য অর্থাৎ বন্ধু। ১৪ টি ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

২০১৮ সালে যাত্রা শুরু করা বনানীর এই ক্লাবটি সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে টেবিল টেনিস, দাবা, পুল ছাড়াও বিভিন্ন ইনডোর গেমস টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে উচ্ছ্বসিত হাবিবুল বাশার সুমন জানান, সমবয়সী বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের জন্য নির্মল আনন্দ ও সুস্থ বিনোদনের জন্য ক্লাব ৯৬৯৮-এর এমন উদ্যোগ সত্যিই অনন্য।

দু-একটি ম্যাচ দেখে সুমন মন্তব্য করেন, এখানে সত্যিকারের মেধাবী ক্রিকেটাররাও খেলছেন যারা যে কোন জাতীয় দল কিংবা আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্যতা রাখেন।

শনিবার টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অংশ নেবেন সাবেক অধিনায়ক এবং বিসিবি-র ক্রিকেট অপারেশন্স ডিরেক্টর আকরাম খান।

প্রথমদিনে ১৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাগুলোর ফলাফলের বিস্তারিত নীচে দেওয়া হলঃ

এখন পর্যন্ত যে ১৬ টি খেলা অনুষ্ঠিত হয়েছে সেগুলোর ফলাফলঃ
• ব্রহ্মপুত্র ভাইকিংসঃ ম্যাচ-৩, জয়-৩
• খুলনা টাইগার্সঃ ম্যাচ-৩, জয়-১, পরাজয়-২
• টিম গাজীপুরঃ মাচ-৩, জয়-২, পরাজয়-১
• ডি-বয়েজঃ মাচ-৩, জয়-০, পরাজয়-৩
• মিরপুর স্পারটানঃ মাচ-৩, পরাজয়-৩
• ব্রহ্মপুত্র সানরাইজারসঃ ম্যাচ-৩, জয়-২, পরাজয়-১
• রমনা রাইডারসঃ মাচ-৩, জয়-১, পরাজয়-২
• সুলতানস অব মিরপুরঃ মাচ-১, জয়-১
• ব্র্যাগ- মাচ-২, জয়-১, পরাজয়-১
• ভার্চুয়াল ওয়ারিয়র্সঃ মাচ-১, পরাজয়-১,
• কুমিল্লা গ্ল্যাডিয়েটরসঃ মাচ-১, জয়-১,
• সিরিয়াস কুড়িগ্রামঃ মাচ-২, পরাজয়-২
• স্ট্র্যাঙ্গলঃ মাচ-১, জয়-১

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily