বিনোদনঃ
কুমার শানু। ভারত ছাপিয়ে বাংলাদেশেও তুমুল জনপ্রিয় এই কন্ঠশিল্পী। অন্যদিকে সুকণ্ঠী গায়িকা তারান্নুম আফরীন। প্রবাসে থেকেও একের পর গান উপহার দিয়ে যাচ্ছেন তিনি।

এবার চমক নিয়ে হাজির হচ্ছেন তারান্নুম। গেয়েছেন কুমার শানুর সঙ্গে দ্বৈত গান। এর আগে আসিফ আকবরসহ আরো অনেকের সঙ্গে গাইলেও এবারই প্রথম তারান্নুম আফরীন একজন আন্তর্জাতিক তারকার সঙ্গে দ্বৈত গান গাইলেন।

গানের শিরোনাম ‘ভালো আছি ভালো বেসে’। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজন সাহা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন সুস্মিতা সিনহা ও তুহিন চৌধুরী।

কুমার শানুর মতো শিল্পীর সঙ্গে গান করা প্রসঙ্গে তারান্নুম আফরীন, বলেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। কুমার শানুর মতো কিংবদন্তি শিল্পীর সঙ্গে দ্বৈত গান গাইতে পেরেছি। আমি ছোটবেলা থেকেই উনার গানের ভক্ত। উনার সঙ্গে গাইতে পেরে সম্মানিত বোধ করছি।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily