অনলাইনঃ
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

পুনঃনির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সরে দাঁড়ানোয় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তিনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে।

কিশোরগঞ্জ-১ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণার প্রক্রিয়া চলছে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, দ্রুত গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে গণতন্ত্রী পার্টির অ্যাডভোকেট ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন ও গতকাল শনিবার জাতীয় পার্টির মো. মোস্তাইন বিল্লাহ লিখিতভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily