পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর:
সাজেদা ফাউন্ডেশন এর কার্যক্রম বাস্তবায়নে ঐকান্তিক সহযোগীদের অবদানের স্বীকৃতি স্বরূপ সাজেদা ফাউন্ডেশন মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার সোহাগ পল্লী রিসোর্টের কনফারেন্স হলে সম্মাননা প্রদান অনুষ্ঠান “সাজেদা সঙ্গী” আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার,।

সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিব নারায়ন কৈরী, প্রধান পরিচালন কর্মকর্তা, সাপোর্ট সার্ভিসেস, সাজেদা ফাউন্ডেশন, সরদার আকতার হামিদ, প্রধান পরিচালন কর্মকর্তা, মাইক্রোফাইন্যান্স, সাজেদা ফাউন্ডেশন, মোঃ ফজলুল হক, উপ-নির্বাহী পরিচালক, সাজেদা ফাউন্ডেশন।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন স্থানীয় কাউন্সিলরবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের উদ্দেশ্য এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন মোঃ ফজলুল হক, উপ-নির্বাহী পরিচালক, সাজেদা ফাউন্ডেশন।

উক্ত অনুষ্ঠানে সাজেদা ফাউন্ডেশন কর্তৃক গ্রামীণ ও শহুরে জনগোষ্ঠির দারিদ্র্য বিমোচন, আর্থিক অন্তর্ভুক্তি, জীবনমান উন্নয়ন, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতে বাস্তবায়িত কার্যক্রমে বিভিন্ন সময়ে নিঃস্বার্থভাবে সহযোগিতাকারীর ভূমিকা সম্পর্কে গুরুত্ব প্রদান করা হয়।

এসময় সাজেদার পথচলায় সাহায্যকারী এমন ২৪ জন অংশীজনের মাঝে “সাজেদা সঙ্গী” সম্মাননা প্রদান করা হয়।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily