কালিয়াকৈর ( গাজীপুর) থেকে পুনম শাহরীয়ার ঋতুঃ
গাজীপুরের কালিয়াকৈরে সানোয়ারা হোসেন সানো (৩৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের পরিবারের দাবি গৃহবধুকে গলাটিপে হত্যা করে পালিয়েছে তার কথিত স্বামী রফিকুল ইসলাম ( ৪০) । বুধবার রাতে উপজেলার উত্তর গজারিয়া গ্রামের গোলাম মোস্তফার বাসা থেকে গতকাল রাতে নিহতের লাশ উদ্ধার করেন পুলিশ।

নিহত ব্যক্তির গলা ও গালে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত সানোয়ারা হোসেনের স্বামী মোঃ রফিকুল ইসলামের কোন সন্ধান পাওয়া যায় নাই বলে জানিয়েছে পুলিশ। এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায় গত দুই মাস আগে নিহত সানোয়ারা ও রফিকুল ইসলাম বিয়ে করে ভাড়া বাসায় বসবাস করে আসছে।

রফিকুল ইসলাম বোর্ডঘর এলাকায় স্থানীয় তৈরি পোশাক কারখানায় কাজ করতেন তবে তার পরিচয় কেও বলতে পারেনি।

সানোয়ারার এর আগেও একটি বিয়ে হয়েছে সে ঘরে একটি ভার্সিটি পড়ুয়া মেয়ে রয়েছে। সেই স্বামীর মৃত্যুর পর
এঘটনায় নিহতের ভার্সিটি পড়ুয়া মেয়ে কথা আক্তার (২১) বাদী হয়ে কালিয়াকৈর থানায় এসে একটি হত্যা মামলা মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে শ্বাসরুধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily