স্পোর্টসঃ
নিজস্ব প্রতিবেদকঃ
ওয়ালটন ঢাকা রির্পোর্টাস ইউনিটির (ডিআরইউ) মিডিয়া ক্রিকেট র্টুনামেন্ট শুরু হয়তে যাচ্ছে আগামীকাল।

র্টুনামেন্ট উপলক্ষে মঙ্গলবার দুপুরে ডিআরইউ সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়েছে। এসময় র্টুনামেন্টের র্জাসি উন্মোচন এবং ড্র অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা রির্পোর্টাস ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী বলেন, ওয়ালটন সবসময়ই অত্যান্ত সউর্হাদ্যর্পূন ভাবে এবং বন্ধুত্বর্পূন ভাবে ডিআরইউর পাশে থাকে। আমরা যদি তাদের উ সাহিত না করি তাহলে কেন তারা এখানে আমাদের সাথে থাকবেন। তাই আমি সবার প্রতি আহবান জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলন নিজ নিজ পত্রিকায় ছাপাবেন।

ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, ওয়ালটন ঢাকা রির্পোর্টাস ইউনিটির উদ্যোগে মিডিয়া কাপ কাল থেকে শুরুহচ্ছে।

এখানে ৫২ টি দল অংশগ্রহন করছে। সাধারণত এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই ক্রিকেটের নিউজ করেন। এখন আমরা দেখবো তারাই ক্রিকেট খেলছেন। আপনাদের ক্রিকেট খেলার নিউজ এখন পত্রিকায় উঠবে এটা অনেক বড় একটা ব্যাপার। অনেক উৎসবমূখর পরিবেশের সাথে এটা শেষ হবে এটাই আমরা আশা করি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের র্টুনামেন্টে ৫২ টি দল অংশগ্রহণ করছে। দল সংখ্যা অধিক হওয়ায় চারটি গ্রুপে ৬ দল ও চারটি গ্রুপে সাত দল।

গ্রুপ পর্বও হবে নক আউট ভিত্তিক। আট গ্রুপের চ্যাম্পিয়ন কোর্য়াটার ফাইনাল খেলবে। কোর্য়াটার ফাইনাল শেষে সেমিফাইনাল ও ফাইনাল। সিক্স এ সাইড খেলাগুলো অনুষ্ঠিত হবে পল্টন ময়দানে।

আজ ঢাকা রিপোর্টাস ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা রির্পোর্টাস ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, যুগ্ন-সাধারন সম্পাদক আরাফার বাড়িয়া, ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily