লাইফস্টাইলঃ
আজ ২৩ জুলাই মিরপুরের টোলার বাগে কারুশৈলী কুটির শিল্প নারী উন্নয়ন সংগঠন ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে ঈদ পরবর্তী মিলনমেলার আয়োজন সফলভাবেই সম্পন্ন হল।

নারী উন্নয়নে অগ্রগামী আনোয়ারা আক্তার শিউলীর কারুশৈলী কুটির শিল্প নারী উন্নয়ন সংগঠন ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প-৪ এ স্বনির্ভরের উদ্বোধনী পর্ব।

এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আনোয়ারা আক্তার শিউলীর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জাকজমকপূর্ণভাবে কেক কেটে এবং প্রকল্প-৪ এর সার্বিক কার্যাবলী ও পরিকল্পনাগুলো আগ্রহীদের ব্যাখ্যা করেছেন শিউলী।

নারীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আনোয়ারা আক্তার শিউলী। নারীদের আত্ননির্ভরশীল করতে নানান পরিকল্পনা মাথায় নিয়ে কাজ করে চলেছেন তিনি।

আনোয়ারা আক্তার শিউলী কারুশৈলী কুটির শিল্প নারী উন্নয়ন সংগঠন ও প্রশিক্ষণ কেন্দ্রের ফাউন্ডার, শাওন হস্ত শিল্প শাওন হস্ত শিল্প এর প্রোপাইটর, কারুশৈলী রিসোর্ট, কারুনিবাস, কারুশৈলী ই.টেইলারিং শপ, কারুশৈলী ই.টেইলারিং শপসহ নানা ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily