আন্তর্জাতিকঃ
কানাডার ভ্যাংকুভারের একটি লাইব্রেরিতে ছুরিকাঘাতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

পুলিশের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। শনিবার (২৭ মার্চ) এই হতাহতের ঘটনাটি ঘটে।

পুলিশ বলছে, হামলাকারী সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের ওপর আর কোন নিরাপত্তা হুমকি নেই বলে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে।

অবশ্য হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি তারা।

পুলিশ সার্জেন্ট ফ্রাংক চাং জানান, হামলায় একজন নিহত হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি, তবে তাদের সনাক্ত করতে কাজ চলছে।

সিটিভি’র ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ একজনকে গ্রেফতার করছে। সে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত নিজের পায়ে ছুরিকাঘাত করছিল।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily