অনলাইন ডেস্কঃ
নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস বাংলার বিমানের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান মানসিকভাবে বিপর্যস্ত ও বেপরোয়া বলে কাঠমুণ্ডু পোস্ট যে প্রতিবেদন প্রকাশ করেছে তা ভুয়া বলে দাবি করেছে সিভিল এভিয়েশন।
দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য সালাউদ্দিন এম রহমতমউল্লাহ বলেন, এ দুর্ঘটনার তদন্ত এখনো শেষ হয়নি এবং তা জনগণের সামনে উপস্থাপনের পর্যায়ে নেই।
তিনি বলেন, আমি এই কমিটির মেম্বার হিসেবে জানি, এই অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি, অর্ধেকের কিছুটা বেশি হয়েছে। এর কিছুই সাধারণ মানুষকে জানানোর মতো নয়।
নেপাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশনের যে চেয়ারপারসন এবং উনার যে মেম্বার সেক্রেটারি, তাদের সঙ্গে আমি এইমাত্র কথা বললাম। তারাও এটা স্বীকার করেছেন যে এটা সম্পূর্ণরূপে ভুয়া। আমি বলেছি কাঠমাণ্ডু পোস্টের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে।
–আরবি