সিটি করপোরেশনঃ

প্রতিজ্ঞা ফাউন্ডেশন সম্প্রতি বনানী বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজ এবং নব নির্বাচিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলামের সহযোগিতায় করোনা পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকরা কিভাবে নিজেদের সুরক্ষা নিশ্চিত করবে এবং তাদের প্রতি সামাজিক আচরণগত পরিবর্তন বিষয়ক একটি কর্মশালা আয়োজন করেছে।

কর্মশালায় সবার জন্য সবার ঢাকা এবং বিডি ক্লিনের ৯০ জন স্বেচ্ছাসেবক ২টি দলে বিভক্ত হয়ে দিনব্যাপী আলোচনা, রোল প্লে, শপথ গ্রহণ ইত্যাদির মধ্যদিয়ে সামজিক সুরক্ষা বিষয়ে জ্ঞান লাভ করে। প্রতিজ্ঞা ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া রহমান বৃষ্টি এবং কোষাধ্যক্ষ ওয়াহিদা এই কর্মশালাটি পরিচালনা করেন।
মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম তার শুভেচ্ছা বার্তায় এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে সাধুবাদ জানান।

প্রতিজ্ঞা ফাউন্ডেশন সমাজের অনগ্রসর জনগোষ্ঠী মূলত নারী ও শিশুদের সহযোগিতা দিয়ে থাকে যেন তাদের জীবন মানের উন্নয়ন ঘটে। সেই সাথে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি ও অধিকার সমুন্নত রাখার জন্যও প্রতিজ্ঞা ফাউন্ডেশন কাজ করে থাকে।

স্বাবলম্বী ভাবে বেঁচে থাকার জন্য একজন মানুষের যা যা দরকার তা নিশ্চিত করার জন্য তারা যেমন নিয়েছে বিশেষ পদক্ষেপ, সেই সাথে মহিলা ও কিশোরীদের মাসিক স্বাস্থ্যবিধি পালন, শিশু নির্যাতন বা শিশু অধিকার রক্ষায় জন সচেতনতা সৃষ্টির লক্ষেও তারা কাজ করে যাচ্ছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily