করোনায় মৃত্যুঃ প্রায় আড়াই হাজার

চীনে একদিনেই ১২১ জনের মুত্যু
চীনে একদিনেই ১২১ জনের মুত্যু

আন্তর্জাতিকঃ

কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না করোনাভাইরাসের। দিনে প্রায় শত লোকের প্রাণ কেড়ে নিচ্ছে মহামারি রূপে দেখা দেওয়া ভাইরাসটি।

গতকাল ২২ ফেব্রুয়ারি, শনিবার এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে আরো ৯৬ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাতে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

এতে করে দেশটির মূল ভূখণ্ডে এর সংক্রমণে মৃতের সংখ্যা ২ হাজার ৪৪১ জনে দাঁড়িয়েছে। এর বাইরে ১৯ জনসহ মোট মৃতের সংখ্যা ২ হাজার ৪৫৮। এর মধ্যে ইরানে ৫ জন, জাপানে ৩ জন এবং হংকং, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় দুই জন করে মানুষের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।

এদিকে ভাইরাসটি শনাক্তস্থল চীনের সীমানা পেরিয়ে ৩০ টির মতো দেশে ছড়িয়ে পড়েছে। নতুন করে চীনে আরো হাজারখানেক ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ৪০ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্তত ১ হাজার ৮৪৫ জনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ রোগে আক্রান্তদের মধ্যে ১৫ হাজার ২৯৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের সরকারি হিসাব অনুযায়ী, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মৃত নতুন ব্যক্তিদের মধ্যে অধিকাংশই হুবেই প্রদেশের। আর এ রোগের শঙ্কায় দেশটিতে পর্যবেক্ষণে রাখা হয়েছে আরো তিন লক্ষাধিক মানুষকে। 

সবমিলিয়ে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল সংস্থাটির মহাপরিচালক তেদরস আদহানোম গেব্রেয়েসাস বলেছেন, ‘আমাদের সুযোগের পরিসর ছোট হয়ে আসছে। সুযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আগে দ্রুততার সঙ্গে সবকিছু করতে হবে।’

করোনা ভাইরাস পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা ভালো করতে পারলে কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে।’

আর ভালো করার সুযোগ নষ্ট করলে সামনে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে বলেও সতর্কতা উচ্চারণ করেন তিনি।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে প্রথমবারের মতো করোনা ভাইরাস শনাক্ত হয়। উহানের একটি সামুদ্রিক খাদ্য ও মাংসের বাজার থেকে প্রাণঘাতী এই ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। 

এরপর চীনের বিভিন্ন শহরসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করে।

প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

-ডিকে

FacebookTwitter