করোনা সংবাদঃ
বিশ্বজুড়ে কোনোভাবেই নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে বাঁধ দেয়া যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় আরো প্রায় ৫ হাজার মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। একই সময়ে নতুন করে প্রায় সোয়া দুই লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৫ লাখ সাড়ে ৬৭ হাজার ছাড়িয়েছে।
সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি সাড়ে ২৮ লাখ ছুইঁছুঁই।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১২ জুলাই, রবিবার সকাল সোয়া ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১ কোটি ২৮ লাখ ৪২ হাজার ৩৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ লাখ ৬৭ হাজার ৬৪৯ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৭৪ লাখ ৭৮ হাজার ১৯৪ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৭ লাখ ৯৬ হাজার ১৯৩ জন, এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৫৮ হাজার ৮৩২ জন।
মার্কিন যুক্তরাষ্ট্রেই সর্বোচ্চ ৩৩ লাখ ৫৫ হাজার ৬৪৬ জন করোনারোগী শনাক্ত হয়েছেন, যা সারা পৃথিবীতে শনাক্তের প্রায় এক চতুর্থাংশ। লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ লাখ ৪০ হাজার ৮১২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া ভারতে ৮ লাখ ৫০ হাজার ৩৫৮ জন (তৃতীয়), রাশিয়ায় ৭ লাখ ২০ হাজার ৫৪৭ জন (চতুর্থ) ও পেরুতে ৩ লাখ ২২ হাজার ৭১০ জনের (পঞ্চম) শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো – চিলি (৩ লাখ ১২ হাজার ২৯ জন), স্পেন (৩ লাখ ৯৮৮ জন), মেক্সিকো (২ লাখ ৯৫ হাজার ২৬৮ জন), যুক্তরাজ্য (২ লাখ ৮৮ হাজার ৯৫৩ জন), ও দক্ষিণ আফ্রিকা (২ লাখ ৬৪ হাজার ১৮৪ জন)।
মৃতের হিসেবে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩৭ হাজার ৪০৩ জন করোনারোগী ইতোমধ্যে মারা গেছেন। ব্রাজিলে মারা গেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৭১ হাজার ৪৯২ জন। যুক্তরাজ্যে তৃতীয় সর্বোচ্চ ৪৪ হাজার ৭৯৮ জন, ইতালিতে চতুর্থ সর্বোচ্চ ৩৪ হাজার ৯৪৫ জন ও মেক্সিকোতে পঞ্চম সর্বোচ্চ ৩৪ হাজার ৭৩০ জনের প্রাণহানি হয়েছে।
এ হিসেবে শীর্ষ দশে রয়েছে – ফ্রান্স (মৃত্যু ৩০ হাজার ৪ জন), স্পেন (মৃত্যু ২৮ হাজার ৪০৩ জন), ভারত (মৃত্যু ২২ হাজার ৬৮৭ জন), ইরান (মৃত্যু ১২ হাজার ৬৩৫ জন) ও পেরু (মৃত্যু ১১ হাজার ৬৮২ জন)।
এছাড়া রাশিয়ায় ১১ হাজার ২০৫ জন, বেলজিয়ামে ৯ হাজার ৭৮২ জন, জার্মানিতে ৯ হাজার ১৩৪ জন, কানাডায় ৮ হাজার ৭৭৩ জন, চিলিতে ৬ হাজার ৮৮১ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ১৩৭ জন, সুইডেনে ৫ হাজার ৫২৬ জন, তুরস্কে ৫ হাজার ৩৪৪ জন, পাকিস্তানে ৫ হাজার ১২৩ জন, কলম্বিয়ায় ৫ হাজার ১১৯ জন, ইকুয়েডরে ৫ হাজার ৩১ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ৯৭১ জন, মিসরে ৩ হাজার ৭৬৯ জন, ইন্দোনেশিয়ায় ৩ হাজার ৫৩৫ জন, ইরাকে ২ হাজার ৫৫ জন, বাংলাদেশে ২ হাজার ৩০৫ জন ও সৌদি আরবে ২ হাজার ১৮১ জনের প্রাণ কেড়েছে এই মহামারী।
-কেএম