করোনা সংবাদঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১৮২ জনে দাঁড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৮৮ জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০১৪৩ জনে।

৪ মে, সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট ৬২৬০ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৬৮৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা সোমবার, ৪ মে পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৪৪৫ জনে।

গত ১৭ এপ্রিল সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily