করোনা সংবাদঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯২ জন।

মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪৮ জনে। নতুন করে সুস্থ্য ১০ জনসহ মোট সুস্থ্য হয়েছেন ৮৫ জন।

২০ এপ্রিল, সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা সোমবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ১৭৪ জনে।

বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ১৭ এপ্রিল সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily