করোনা সংবাদঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় সোয়া দুই লাখ মানুষের শরীরে প্রাণঘাতী এ ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৫ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি সাড়ে ৩৪ লাখ ছাড়াল।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১৫ জুলাই, বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ লাখ ৮১ হাজার ২২১ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৭৮ লাখ ৪৭ হাজার ২২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫০ লাখ ২৯ হাজার ১১ জন, এদের মধ্যে ৫৯ হাজার ৫৭৯ জনের অবস্থা গুরুতর।

মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৩৫ লাখ ৪৫ হাজার ৭৭ জন করোনারোগী শনাক্ত হয়েছেন, যা সারা পৃথিবীতে শনাক্তের প্রায় এক চতুর্থাংশ। লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ লাখ ৩১ হাজার ২০৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া ভারতে ৯ লাখ ৩৭ হাজার ৪৮৭ জন (তৃতীয়), রাশিয়ায় ৭ লাখ ৩৯ হাজার ৯৪৭ জন (চতুর্থ) ও পেরুতে ৩ লাখ ৩৩ হাজার ৪৬৭ জনের (পঞ্চম) শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো – চিলি (৩ লাখ ১৯ হাজার ৪৯৩ জন), মেক্সিকো (৩ লাখ ১১ হাজার ৪৮৬ জন), স্পেন (৩ লাখ ৩ হাজার ৬৯৯ জন), দক্ষিণ আফ্রিকা (২ লাখ ৯৮ হাজার ২৯২ জন) ও যুক্তরাজ্য (২ লাখ ৯১ হাজার ৩৭৩ জন)।

মৃতের হিসেবেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৩৯ হাজার ১৪৩ জনে দাঁড়িয়েছে। ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে তৃতীয় সর্বোচ্চ ৪৪ হাজার ৯৬৮ জন, মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৩৬ হাজার ৩২৭ জন ও ইতালিতে পঞ্চম সর্বোচ্চ ৩৪ হাজার ৯৮৪ জনের প্রাণহানি হয়েছে।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে – ফ্রান্স (মৃত্যু ৩০ হাজার ২৯ জন), স্পেন (মৃত্যু ২৮ হাজার ৪০৯ জন), ভারত (মৃত্যু ২৪ হাজার ৩১৫ জন), ইরান (মৃত্যু ১৩ হাজার ২১১ জন) ও পেরু (মৃত্যু ১২ হাজার ২২৯ জন)।

এছাড়া রাশিয়ায় ১১ হাজার ৬১৪ জন, বেলজিয়ামে ৯ হাজার ৭৮৭ জন, জার্মানিতে ৯ হাজার ১৪৪ জন, কানাডায় ৮ হাজার ৭৯৮ জন, চিলিতে ৭ হাজার ৬৯ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ১৩৫ জন, কলম্বিয়ায় ৫ হাজার ৬২৫ জন, সুইডেনে ৫ হাজার ৫৪৫ জন, তুরস্কে ৫ হাজার ৪০২ জন, পাকিস্তানে ৫ হাজার ৩২০ জন, ইকুয়েডরে ৫ হাজার ১৩০ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৩৪৬ জন, মিসরে ৪ হাজার ৮ জন, ইন্দোনেশিয়ায় ৩ হাজার ৭১০ জন, ইরাকে ৩ হাজার ৩৪৫ জন, বাংলাদেশে ২ হাজার ৪২৪ জন ও সৌদি আরবে ২ হাজার ২৮৩ জনের মৃত্যু হয়েছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily