মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ
ফ্রন্টলাইনে কাজ করে যাচ্ছেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (NYPD)। এর ফলে সাত শতাধিক পুলিশ/ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত।

জামিল সারোয়ার জনি ডিটেকটিভ হিসেবে কর্মরত। তিনি শুরুর দিকে পুলিশ বিভাগে ছিলেন।পুলিশ বিভাগ থেকে “হিরো” খেতাব অর্জন করে তিনি যোগ দেন ডিটেকটিভ ব্রাঞ্চে। যেখানে সাদা ড্রেস পরে ডিউটি দিতে হয়। দায়িত্ব পালন করতে গিয়ে জামিল সারোয়ার অসুস্থ হন এবং তার করোনা পজেটিভ ধরা পড়ে। Immune system জোরালো থাকায় জামিল সেরে উঠেন। কিন্তু তার বৃদ্ধ বাবা এডভোকেট সারোয়ার হোসেন ভাইরাসে আক্রান্ত হন।

বাবাকে সেবা যত্ন করার কারণে তার মা রেনু সুলতানাও আসুস্থ হন। ৮ এপ্রিল এডভোকেট সারোয়ার এলমহার্স্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন। শোকের সাগরে হাবুডুবু খেতে লাগলো ডিটেকটিভ জামিলের পরিবার। তার মা’কে এখনো জানানো হয়নি স্বামীর মৃত্যুর খবর।

বাবাকে হারিয়ে ছেলে একটু মনখুলে কাঁদতেও পারছেনা জামিল। মা যদি বুঝে ফেলেন সে ভয়ে। এমন মর্মান্তিক পরিস্থিতি কল্পনা করলেই বুক ভেসে যায় কান্নায়।

ডিটেকটিভ জামিলের স্ত্রী সন্তান বর্তমানে বাংলাদেশে। মা বাবা প্রতি বছর আমেরিকায় আসা যাওয়া করতেন।

এবার আমেরিকায় বাড়ি কেনার কথা ছিল জামিলের। বাবা মা এসেছিলেন বাড়ি পছন্দ করতে। কিন্তু তার আগেই নিয়তি সবকিছু তছনছ করে দেবার পরিকল্পনা করে রেখেছিল।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily