বিনোদনঃ
প্রায় অর্ধযুগ পর একসাথে ক্যামেরার সামনে দাঁড়ালেন তারকা দম্পতি শাহেদ শরীফ খান ও নাতাশা হায়াত। উপলক্ষ্যটাও মহৎ। করোনাভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে নির্মিত এক বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন এই দম্পতি।

সকাল আহমেদের পরিচালনায় নির্মিত বিজ্ঞাপনটির প্রচারও শুরু হয়েছে চলতি সপ্তাহে। আগে নাটকে নাতাশার সঙ্গে একসাথে কাজ করলেও বিজ্ঞাপনে এই প্রথমবার কাজ করেছেন বলে জানান শাহেদ।

তিনি বলেন, ‘এটি প্রচারে আসার পর থেকে দর্শকের ভালো সাড়া পাচ্ছি। সব মিলিয়ে কাজটি ভালোই হয়েছে।’

শাহেদ অভিনয়ে এখনো নিয়মিত হলেও নাতাশা বেশ অনিয়মিত। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত তিনি।

আগামী ঈদে বিটিভিতে প্রচারিত হতে যাচ্ছে শাহেদ অভিনীত নতুন নাটক ‘নিরুদ্দেশ হবার আগে’। পান্থ শাহরিয়ারের রচনায় নির্মিত নাটকটি পরিচালনা করেছেন এল রুমা। এছাড়াও আরো বেশ কয়েকটি নাটকে শাহেদের অভিনয়ের কথা চলছে।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily