আন্তর্জািতিকঃ
অ্যালকোহল পান করলে নাকি করোনা বাসা বাঁধতে পারে না শরীরে। এমন একটি ভুল ধারণার বশবর্তী হয়ে ইরানে প্রাণ গেলো ৪৪ জনের।

মিথানলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

চীনের বাইরে যে তিনটি দেশে করোনাভাইরাস ভয়াবহ ধারণ করেছে ইরান সেগুলোর একটি। ইরানে ইতোমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে ২৯১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা আট হাজার ৪২ জন।

এমন পরিস্থিতিতে গুজব ছড়িয়েছিল যে অ্যালকোহলই নাকি করোনার কোপ থেকে বাঁচাতে পারে।

প্রাণঘাতী এই ভাইরাসের কবল থেকে বাঁচতে তাই অ্যালকোহল খাওয়া জরুরি। এই গুজবে পা দিয়েছিল অনেকেই। তারই মাশুল গুণতে হলো প্রাণ দিয়ে।

ইতোমধ্যেই মদপান করে পুরো দেশে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন আরও প্রায় ২০০ জন। তাদের শরীরেও বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে ইরান সরকার।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা আটকাতে পারে অ্যালকোহল- এমন গুজবে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই মিথানল খেয়েছিলেন তারা।

মাত্রাতিরিক্ত মিথানল পেটে পড়লে লিভারের ক্ষতি হয়। কোনও কোনও ক্ষেত্রে তো মৃত্যুও ঘটে। এক্ষেত্রেও তাই হয়েছে।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily