সারাদেশঃ
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা নিহত হয়েছেন।
নিহতরা ইয়াবার ব্যবসা কারবারে জড়িত বলে জানিয়েছে বিজিবি।
আজ ৯ জুলাই, বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। এসময় ঘটনাস্থল থেকে তিন লাখ পিস ইয়াবা ও দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করার দাবি করেছে বিজিবি।
নিহতরা হলেন- নূর আলম (৪৫), মো. হামিদ (২৫) ও নাজির হোসেন (২৫)। এরা সবাই উখিয়ার বালুখালিসহ বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহম্মেদ জানান, এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানানো হবে।
-পিও