কক্সবাজার সমুদ্র সৈকতে মারাত্মক ভাঙন

সারাদেশঃ

সাগরের জোয়ার ও ঢেউয়ের আঘাতে কক্সবাজার সমুদ্র সৈকতে মারাত্মক ভাঙন দেখা দিয়েছে।

দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রটির অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে ভয়াল ভাঙনে হুমকির মুখে পড়েছে বেশ কিছু সরকারি স্থাপনাও।

দীর্ঘদিন ধরেই অল্প অল্প করে ভাঙছিল কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায়। গত সপ্তাহে এ ভাঙন ভয়াবহরূপে দেখা দিয়েছে। ইতোমধ্যে শত শত ঝাউগাছ উপড়ে পড়েছে। ডায়াবেটিস হাসপাতাল এলাকায়ও একইরকম ভাঙন দেখা দিয়েছে।

গত এক সপ্তাহের অস্বাভাবিক জোয়ার ও ঢেউয়ে সৈকতের সুরক্ষাবর্ম হিসেবে পরিতি ৫ হাজারের বেশি ঝাউগাছ উপড়ে পড়েছে। সৈকতের তিন কিলোমিটার এলাকাজুড়ে চলছে ঢেউয়ের তাণ্ডব। ফলে হুমকিতে পড়েছে জেলা প্রশাসনের তথ্য ও অভিযোগ কেন্দ্র এবং ট্যুরিস্ট পুলিশের ওয়াচ টাওয়ারটি।

তবে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, ভাঙন প্রতিরোধে তারা দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। অপরদিকে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সাগরের উচ্চতা বাড়ায় এই ভাঙন আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড সূত্র।

-কেএম

FacebookTwitter