নিজস্ব প্রতিবেদকঃ
‘ওয়াটারফল স্ক্রিন’ নামক নতুন প্রযুক্তির একটি ডিসপ্লে উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো। এই ডিসপ্লে সমৃদ্ধ একটি প্রোটোটাইপ ডিভাইসও প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি। ফুলস্ক্রিন প্রযুক্তি নিয়ে অপোর উদ্ভাবনী কার্যক্রম এবং সেইসাথে নান্দনিকতার প্রতিফলন হলো ওয়াটারফল স্ক্রিন প্রযুক্তি।

ওয়াটারফল স্ক্রিন ব্যবহারকারীদের দেবে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। ডিসপ্লেটি উভয়পাশে ৮৮ ডিগ্রি পর্যন্ত বাঁকানো হওয়ায় ডিভাইস হবে প্রায় বর্ডারলেস যা ব্যবহারকারীকে সাধারণ কার্ভড বা বাঁকানো ডিসপ্লের থেকেও দারুণ অভিজ্ঞতা প্রদান করবে।

অপোর গবেষণা ও উন্নয়নের (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) যে পাঁচটি ক্ষেত্র রয়েছে, তার একটি হলো নতুন ফর্ম ফ্যাক্টর এবং ম্যাটেরিয়াল নিয়ে গবেষণা। বাঁকানো ডিসপ্লে ডিজাইন করার ক্ষেত্রেও অপোর রয়েছে দারুণ দক্ষতা। এই দক্ষতার প্রমাণ মিলেছিল অপো ফাইন্ড এক্স স্মার্টফোনে যাতে ছিল প্যানারোমিক আর্ক স্ক্রিন ডিজাইন। এর ফলে ডিভাইসটির স্ক্রিন টু বডি রেশিও ৯৩.৮ শতাংশ নিশ্চিত করা সম্ভব হয়েছিল।

নান্দনিক ডিজাইন, উদ্ভাবনী প্রযুক্তি এবং সেইসাথে নতুন নতুন স্মার্ট ডিভাইস গ্রাহকদের সামনে তুলে ধরার জন্য অবিরাম কাজ করছে অপো। ব্যবহারকারীরা যেন স্মার্টফোন ব্যবহারে মনোমুগ্ধকর ভিজুয়াল অভিজ্ঞতা লাভ করতে পারে, সেটিও নিশ্চিত করবে ওয়াটারফল স্ক্রিন প্রযুক্তি।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily