গণমাধ্যমঃ
বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি কার্যালয়ের একটি ফটকে তালা লাগিয়ে দিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। শনিবার সকালে টেলিভিশনের কর্মী ও সাংবাদিক নেতারা মূল গেটের সামনে অবস্থান ধর্মঘট পালন শুরু করেন।
তারা বলছেন, অনৈতিক চাকরচ্যুতির প্রতিবাদ ও বকেয়া বেতনভাতার দাবিতে আরো কঠোর কর্মসূচির ডাক দেবেন তারা।
আন্দোলনকারীদের দাবি, সাংবাদিকদের অধিকার রক্ষায় টেলিভিশনের শীর্ষস্থানে এমন ব্যক্তিদের আনতে হবে, যারা গণমাধ্যম বোঝেন।
আট জন সাংবাদিক, অন্যান্য বিভাগের ১০ কর্মীসহ মোট ১৮ জনকে গত এক সপ্তাহে চাকরিচ্যুত করা হয়েছে এসএ টিভিতে।
এই ছাঁটাইয়ের প্রতিবাদ জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা। তারা চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল ও সব সুযোগ-সুবিধা দিতে এসএ টিভি কর্তৃপক্ষকে ৩৬ ঘণ্টার আল্টিমেটামও দেন। দাবি না মানায় আজ সকাল থেকেই কার্যালয়ের সামনে কর্মচারীদের একাংশকে সঙ্গে নিয়ে তারা অবস্থান ধর্মঘটে অংশ নেন।
-কেএম