অনলাইনঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৬ আগস্ট ২০২১ তারিখে এলিট ফোর্সের কর্পোরেট হেড কোয়ার্টারে রক্তদান কর্মসূচী ও দেদদাওয়া মাহফিলের আয়োজন করা হয়।

কোভিড পরিস্থিতি বিদ্যমান থাকার পরও রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কিন্ত সন্ধানী গ্রুপ প্রতি সেসনে ৫০ ব্যাগের বেশি রক্ত নিতে আগ্রহী হয়নি।

রক্তদান কর্মসূচীটি ঢাকা মেডিকেল কলেজের ৯ জন ছাত্র ও ৩ জন ছাত্রী পরিচালনা করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত রক্তদান কর্মসূচীটি চলে। এর পর এলিট ফোর্সের৬ষ্ঠ তলায় ইন হাউজ ট্রেনিং সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এলিট ফোর্স প্রতি বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং জাতীয় শোক দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস পালনের আয়োজন করে থাকে।

রক্তদান প্রোগ্রাম শেষে ঢাকা মেডিকেলেল শিক্ষার্থীরা সন্ধানীর পক্ষ থেকে এলিটফোর্সকে ধন্যবাদ জ্ঞপন করেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily