একজন খুনির সাথে আমার পক্ষে থাকা আর সম্ভব নয়

একজন খুনির সাথে আমার পক্ষে থাকা আর সম্ভব নয়
একজন খুনির সাথে আমার পক্ষে থাকা আর সম্ভব নয়

মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ

“ডেরেক চাওভিন এখন আমার কাছে দুঃস্বপ্নের অধ্যায় –কেলি চাওভিন”

“এপ্রিলে আমার জ্বর হয়েছিলো। হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। তখন চারদিকে করোনায় মৃত্যুর মিছিল। বুঝতে পারছিলাম না আমার করোনা হল কিনা। করোনা সংক্রমণ তাই হাসপাতালে না যেতে অ্যাডভাইস করেছিলেন আমার ফিজিশিয়ান। আমার হাসব্যান্ড ফ্রন্টলাইন যোদ্ধা। রাতদিন তাকে বাইরে থাকতে হয়। কিন্তু আমার জ্বর দেখে সে দুইদিন ডে অফ নিয়েছিল। আমি দেখেছি রাতে সে আমার বিছানায় বসে আমার মাথা হাত পা টিপে দিতো। প্রচন্ড মাথাব্যথা গা ও হাত ব্যথা ছিল। ওকে আমি ঘুমাতে দেখিনি। অনেক অনুরোধ করেছি, একটু ঘুমিয়ে নিতে। কিন্তু তা সে করেনি। বলতো, “সুইটহার্ট আমার কয়েকদিন না ঘুমালেও সমস্যা হবেনা। জিমে ফিটফাট হওয়া বডি। তুমি সুস্থ হয়ে ওঠো। ওটাই আমার সুস্থতা”

আজ আমি বিশ্বাস করতে পারছিনা আমার সেই প্রিয়তম স্বামী কিভাবে এত নিষ্ঠুর নির্দয় হয়ে একজন মানুষের প্রাণ কেড়ে নিলো! কিভাবে নিতে পারলো? ও’ কি আমার সেই স্বামী যে আপেল কেটে আমাকে খাইয়ে দিতো? ও’ কি সেই মানুষ, ব্রোকলি কাটতে গিয়ে আমার সামান্য আঙুল কেটে কয়েক ফোঁটা রক্ত দেখে লাফিয়ে গিয়ে আমার আঙুল চেপে ধরেছিলো? কিভাবে এত বদলে গেল আমার প্রিয়তম? গত দশটি বছর ভালোবাসায় জড়াজড়ি করে কাটিয়ে দিয়েছি। একজন খুনির সাথে আমার পক্ষে থাকা আর সম্ভব নয়। কোনভাবেই নয়, ওর সাথে বসবাস করলে আমি দম বন্ধ হয়ে মরে যাবো।”—- এমন মর্মস্পর্শী কথাগুলো বলেছেন জর্জ ফ্লয়েডের খুনি ডেরেক চাওভিনের স্ত্রী কেলি চাওভিন।

কেলি চাওভিন ২০১৮ সালে মিনেসোটার “Mrs. Minnesota” নির্বাচিত হয়েছেন। তাঁকে মিনেসোটার বিউটি কুইন বলা হয়ে থাকে। স্বামী ডেরেক চাওভিনকে ডিভোর্স দিয়েছেন প্রাক্তন এই বিউটি কুইন। কেলি বলেছেন, আমাদের পক্ষে একই ছাদের নিচে বসবাস করা অসম্ভব। তাই আমি তাকে আমার জীবন থেকে সরিয়ে দিলাম। আমি তার ছায়ার সাথেও থাকতে চাইনা। জর্জ ফ্লয়েডের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও ভালোবাসা থাকলো।

আশা করছি তাঁরা ন্যায়বিচার পাবেন। কেলি চাওভিন জন্মসূত্রে থাইল্যান্ডের নাগরিক। আমার প্রাণপ্রিয় স্বামী আট মিনিট ধরে একজন জলজ্যান্ত মানুষকে বর্বরোচিতভাবে শ্বাসরোধ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। চারপায়ের পশুও এত নিষ্টুর হতে পারবেনা। কিভাবে এটা সম্ভব হয়েছে? ভাবলে আমি অসুস্থ হয়ে পড়ি। বিবেকের কাছে আমি সারাজীবনের জন্য অপরাধী হয়ে থাকবো।

-শিশির

FacebookTwitter