অর্থনীতিঃ

দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ কর্পোরেট ট্রেজারার অ্যাওয়ার্ডস ২০২৩ কর্তৃক সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক এবং বেস্ট ট্রানজ্যাকশন ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এইচএসবিসি’ র ডেডিকেটেড কভারেজ, গ্রাহক কেন্দ্রিক সেবা, বিস্তৃত নেটওয়ার্ক ও অভিজ্ঞতার মাধ্যমে গ্রাহকদের জন্য ট্র্যাডিশনাল ও স্ট্রাকচারড ট্রেড সলিউশনের সংমিশ্রণে উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদানে সেরা অবস্থানে রয়েছে।

ব্লকচেইন, ইনভয়েস ফাইন্যান্সের জন্য ই-প্রেজেন্টেশন প্ল্যাটফর্ম ইত্যাদি আধুনিক প্রযুক্তির ব্যবহারে ব্যাংকের ডিজিটাল দক্ষতা আন্তর্জাতিক বাণিজ্যকে আরও দ্রুত, নিরাপদ ও সহজ করে তুলেছে।

ব্যাংকটি লেনদেনের পাশাপাশি পেয়েবল্স, রিসিভেবল্স, ক্লিয়ারিং ও বৈদেশিক মুদ্রা, লিকুইডিটি, ঋণ ও বিনিয়োগ, ক্যাশ ম্যানেজমেন্ট পণ্যের বিস্তৃত সেবা প্রদান করে।

গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং প্রয়োজনীয়তা পূরণ করতে, এইচএসবিসি বাংলাদেশ এনহ্যান্সড ভার্চুয়াল অ্যাকাউন্ট, ডিরেক্ট ডেবিট, ই-ভ্যাট, ই ডিউটি ইত্যাদি স্মার্ট ডিজিটাল সেবা চালু করেছে।

ভবিষ্যতে ক্লায়েন্টদের নিত্যনতুন ডিজিটাল সমাধান প্রদান অব্যাহত রাখতে ব্যাংকটি বিনিয়োগ করে চলেছে।

এইচএসবিসি বাংলাদেশের কান্ট্রি হেড অফ হোলসেল ব্যাংকিং, জেরার্ড হাউহি বলেন, “সম্প্রতি কর্পোরেট ট্রেজারার অ্যাওয়ার্ডস ২০২৩-এ সেরা ট্রানজ্যাকশন এবং সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক হিসাবে স্বীকৃতি পেয়ে আমরা অভিভূত।

এই অর্জনের জন্য আমরা গ্রাহকদের প্রতি কৃতজ্ঞ। উৎকৃষ্ট গ্রাহকসেবা প্রদানের লক্ষ্যে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্য আমাদের অভিজ্ঞ সহকর্মী বৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ।

এ পুরস্কার আমাদের কৌশল বাস্তবায়ন এবং গ্রাহক কেন্দ্রিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ। গ্রাহকদের জন্যে আমাদের ট্রানজ্যাকশন ব্যাংকিং এবং গ্লোবাল পেমেন্ট সমাধানসমূহের উদ্ভাবন এবং উন্নীতকরণ সর্বদা অব্যাহত থাকবে।”

কর্পোরেট ট্রেজারার অ্যাওয়ার্ডস প্রতি বছর সম্পূর্ণ ট্রেজারি খাতকে স্বীকৃতি দিয়ে থাকে। এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি বাংলাদেশের ট্রানজ্যাকশন এবং ক্যাশ ম্যানেজমেন্ট উভয়ের ক্ষেত্রে এইচএসবিসি-র নেতৃত্বকে তুলে ধরেছে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily