সারাদেশঃ
চট্টগ্রামে সরকারি চাল কেলেংকারীতে জড়িত থাকার অভিযোগে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈকা সাহাদাতকে প্রত্যাহার করা হয়েছে।

তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলা ইউএনও নাজমা সিদ্দিকা আকতারকে নিযুক্ত করা হয়েছে।

আগামী ৩ মের মধ্যে সাঈকা সাহাদাতকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের আদেশ দেয়া হয়েছে। ৩০ এপ্রিল, বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশ জারি করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি ইউএনও সাঈকা সাহাদাতের বিরুদ্ধে ১৫ টন সরকারি চাল কেলেংকারীতে জড়িত থাকার অভিযোগ উঠে। আলোচিত এই ঘটনায় টৈটং ইউ পি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এরপর তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

কিন্তু চাল কেলেংকারীর এ ঘটনায় ইউএনও’র জড়িত থাকার বিষয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরে প্রতিবাদ জানান স্থানীয়রা।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily