আন্তর্জাতিকঃ

ইসরায়েলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ডু ওয়েই এর মরদেহ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ছিল ৫৭ বছর।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ১৭ মে রবিবার ইসরায়েলের ডু ওয়েই তেল আভিভ শহরের নিজ অ্যাপার্টমেন্টের বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ও পুলিশের এক মুখপাত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘নিয়ম অনুযায়ী, পুলিশের ইউনিটগুলো এখন ঘটনাস্থলে অবস্থান করছে।’

দেশটির গণমাধ্যম জানিয়েছে, তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। জরুরি চিকিৎসক ও কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

দূতাবাসের ওয়েবসাইট অনুযায়ী, তিনি ৩১ বছর ধরে চীনের পররাষ্ট্রমন্ত্রী সাথে রয়েছেন। তিনি ফেব্রুয়ারি মাসে ইসরায়েলের রাষ্ট্রদূত নিযুক্ত হন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily