অর্থনীতিঃ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘ইশো’ তাদের আর্টিস্টস ক্লাবের তৃতীয় এডিশন শুরু করেছে।

এই এডিশনে ফটোগ্রাফি, আর্কিটেকচার এবং ডিজিটাল আর্টের তিনজন শিল্পীর কাজ প্রদর্শন করা হবে ইশো আউটলেটে।

তিনজন শিল্পী হলেন- পুরস্কার বিজয়ী ট্রাভেল ও ডকুমেন্টরি ফটোগ্রাফার মুহাম্মদ আমদাদ হোসেন; প্রফেশনাল আর্কিটেক্ট, গ্রাফিক ডিজাইনার ও ইলুস্ট্রেটর সুস্মিতা অধিকারী; এবং গ্রাফিক আর্টিস্ট আপন জোয়ার্দার।

আর্টিস্টস ক্লাব ইশো’র একটি বিশেষ উদ্যোগ, যেখানে দেশের প্রতিভাবান শিল্পীদের চিত্রশিল্প, দৃষ্টিভঙ্গী এবং প্রতিভাগুলো প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়।

ইশো’র প্রতিষ্ঠাতা ও পরিচালক রায়ানা হোসেন বলেন, “দক্ষ ও প্রতিভাবান শিল্পীদের নিজস্ব দৃষ্টিভঙ্গী থেকে সৃষ্ট কাজগুলোকে সকলের মাঝে তুলে ধরাই ইশো’র আর্টিস্টস ক্লাব প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য।

স্থানীয় শিল্পীদের এই সুযোগ প্রদানের মাধ্যমে আমরা একটি অনন্য ইকোসিস্টেম তৈরির চেষ্টা করছি, যেখানে আমাদের সমসাময়িক শিল্পগুলো আধুনিক বিশ্বে আরও প্রশংসিত হবে।”

নির্দিষ্ট কিছু চিত্রকর্ম ইশো’র আউটলেট ও ওয়েবসাইটে কিনতে পাওয়া যাবে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily