অনলাইনঃ
মতলেব একটি মসজিদের ইমামের রুম থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশুদের মধ্যে ইমামের ছেলেও রয়েছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার জিহাদুল কবির জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার পূর্ব কলাদিয়া জামে মসজিদের ইমামের কক্ষে তাদের মৃত্যু হয়।

তিন শিশু পরিচয় জানা গেছে, তারা হল মসজিদের ইমাম জামাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান (৫) মতলব দক্ষিণ উপজেলার নলুয়া এলাকার জসিম উদ্দিন প্রধানিয়ার ছেলে রিফাত প্রধানিয়া (১৪) ও একই উপজেলার কাশিমপুর এলাকার কামাল হোসেন পাটোয়ারির ছেলে ইব্রাহিম পাটোয়ারি (১২)।

ইব্রাহিম ও রিফাত মতলব দক্ষিণ উপজেলার ভাঙ্গাপাড় মাদরাসার ছাত্র বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার তদন্তের করে বলেন, “ইমাম জামাল তার ছেলেকে ঘরে রেখে মসজিদে যান। নামাজ শেষে তিনি তার কক্ষ ভেতর থেকে আটকানো দেখতে পান। ডাকাডাকি করে তাদের সাড়া না পেয়ে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে ঢোকেন।
মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি। কোনো বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily