সারাদেশঃ
আইপিএস বিস্ফোরিত হয়ে কুষ্টিয়ায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২ নভেম্বর, শনিবার ভোর রাতে শহরের হাউজিং ডি ব্লকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।
জানা গেছে, আজ ভোর রাতে হাউজিং ডি-ব্লকে ডা. শহীদুল ইসলামের ৫ তলা ভবনের তৃতীয় তলায় আইপিএস বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আলী সাজ্জাদ।
তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় রুমে থাকা ৪ টি এসি, তিনটি ফ্রিজ, টিভিসহ আসবাবপত্র সব পুড়ে গেছে।
তবে অগ্নিকাণ্ডের সাথে সাথেই শহীদুল ইসলামসহ পরিবারের সদস্যরা ভবনের বাইরে চলে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
-ডিকে