বিনোদনঃ
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে চলচ্চিত্র নির্মানের পরিকল্পনা করা হয়েছে।

এই চলচ্চিত্রটিতে এবার সিনেপর্দায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউউ অভিনেত্রী কঙ্গনা রানৌত।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’র পর আরও এক পলিটিক্যাল ড্রামায় দেখা যাবে কঙ্গনাকে। যেখানে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্র ফুটিয়ে তুলবেন।

এটি পরিচালনা করছেন সাই কবীর। এরআগে কঙ্গনাকে নিয়ে ‘রিভলবার রানি’ সিনেমায় কাজ করেছেন সাই কবীর।

পরিচালক জানিয়েছেন, ইন্দিরা গান্ধীকে নিয়ে যে সিনেমা হচ্ছে, তা কোনো বায়োপিক নয়। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। এতে ইন্দিরা গান্ধীর পাশাপাশি সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, মোরারজী দেশাই এবং লাল বাহাদুর শাস্ত্রীর মতো তৎকালীন রাজনৈতিক ব্যক্তিত্বদের অজানা কাহিনীও তুলে ধরা হবে।

ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে কঙ্গনা বলেন, ‘হ্যাঁ, ইতোমধ্যে ওই সিনেমার কাজ শুরু করেছি। চিত্রনাট্যে চূড়ান্ত পর্বের কাজ চলছে। বড় মাপের পিরিয়ডিক ড্রামা দেখতে চলেছে দর্শক।

আমিও ভারতের ইতিহাসের অন্যতম আইকনিক রাজনৈতিক ব্যক্তিত্ব ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি।’

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily