ইউনাইটেড হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, ৫ মৃতদেহ উদ্ধার

ইউনাইটেড হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, ৫ মৃতদেহ উদ্ধার
ইউনাইটেড হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, ৫ মৃতদেহ উদ্ধার

অনলাইনঃ
ঢাকার ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুন লেগেছে। ২৭ মে, বুধবার রাত ১০ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের করোনা ইউনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।

মৃতরা হলেন রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫), মো. মাহাবুব (৫০)।

ফায়ার সার্ভিস জানায়, ইউনাইটেড হাসপাতালের নিচতলার আইসিইউ ভবনে অগ্নিকাণ্ডে তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। রাত ১০টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালের মূল ভবনের বাইরে আইসোলেশন ইউনিটে আগুন লাগে ওই সময় আবহাওয়া খারাপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

দুর্ভাগ্যজনকভাবে মৃত ওই পাঁচজনকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়নি। এই ঘটনায় ইউনাইটেড হাসপাতাল দুঃখ প্রকাশ করেছে।

ফায়ার সার্ভিস কর্মীরা এখনো উদ্ধার কাজ চালাচ্ছে।

-কেএম

FacebookTwitter