করোনা সংবাদঃ
বাংলাদেশে আসছেন নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার।

আলোচিত এই ডাক্তার এবার নিজের মাতৃভূমির মানুষকে করোনা থেকে বাঁচানোর যুদ্ধে শামিল হবেন। ৬ জুন, শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা তার।

শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান ডা. ফেরদৌস খন্দকার।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “কি লাভ এত করে? মানুষ প্রায়ই আমাকে এই প্রশ্নটি করে। আমি উত্তর দেই না। আমি মনে মনে তাদের উদ্দেশ্যে বলি, তোমরা সত্যিই অভাগা। ভালোবাসার টান, মায়ের প্রতি, দেশের প্রতি; সেটি তোমরা মনে হয় অনুভব করতেই পারলে না।

অনেকেই বলেন, এই টাকা দিয়ে তুমি একটা ব্যবসায় করতে পারতে, একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারতে কিংবা জমাতে পারতে।

তখনো আমি একই উত্তর দেই, বোকার স্বর্গে আছো তোমরা। দুনিয়াতে মায়ের পাশে দাঁড়ানোর ক্ষমতা বা সুযোগ সবার আসে না।

আমি সেই ভাগ্যবান মানুষদের একজন হতে চেয়েছি, যারা দেশ মাকে ভালোবেসে, দেশকে ভালোবেসে বোঝাতে চেয়েছি:ভালোবাসা অমূল্য।

বড্ড ভালোবাসি মা তোমায়। আর তাইতো এই সামগ্রীগুলো দেশের সম্মুখ-সারির যোদ্ধাদের জন্য বড় যত্ন করে নিয়ে যাচ্ছি সাথে করে। আলো আসবেই। আমি আসছি, দেখা হবে বাংলাদেশ।”

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily