অর্থনীতিঃ
ভাষা আন্দোলনের অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি’র রচয়িতা, বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরী আজ বৃহস্পতিবার ভোরে যুক্তরাজ্যের লন্ডনে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি গভীর শোক প্রকাশ করছে।

ভাষা আন্দোলনের মাহাত্ম্য অনুধাবনে ‘একুশে ফেব্রæয়ারি’ গানটির কারণে আবদুল গাফ্ফার চৌধুরী আমাদের কাছে চিরজাগরূক থাকবেন। দেশমাতৃকার মঙ্গল কামনায় তাঁর বিশ্লেষণধর্মী অসংখ্য কলাম আমাদের সবসময় শক্তি ও প্রেরণা জোগাবে।

বাংলাদেশের অর্থনীতিবিদদের একমাত্র পেশাজীবী সংগঠন ‘বাংলাদেশ অর্থনীতি সমিতি’ ও তার পাঁচ হাজার সদস্যের নির্বাচিত প্রতিনিধি ‘কার্যনির্বাহক কমিটি’ মরহুম আবদুল গাফ্ফার চৌধুরীর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily