আজও ঢাকার রাস্তা আন্দোলনে উত্তাল

নিজস্ব প্রতিবেদকঃ

দুই শিক্ষার্থী মৃত্যুতে সারা ঢাকা জুড়ে চলছে আন্দোলনের জোয়ার। এরই ধারাবাহিকতায় আজও রাস্তায় নেমেছে ছাত্রছাত্রীরা।

সকাল ৯ টায় ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা রাজপথে অবস্থান নিয়েছে। আবার সকাল ৯ টায় মোহাম্মদপুরে শিক্ষার্থীরা মিছিল বের করে। গতকাল গোটা ঢাকাজুড়ে উত্তাল ছিল শিক্ষার্থীদের পদচারণা।

ঢাকার বিভিন্ন এলাকায় তারা দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন করে। আজ বুধবার সকাল থেকেই আবার সড়কে নামল শিক্ষার্থীরা। পুরো ঢাকাজুড়ে গতকালের মতো আজও বাসের সংখ্যা অনেক কম।

সড়কে বাসের অপেক্ষায় অনেককে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই সঙ্গে পায়ে হেঁটে অফিস কিংবা গন্তব্যে যাচ্ছেন অনেক মানুষ।

আজ সকালে পুরো ঢাকার মিরপুর ঘুরে এমন চিত্র দেখা গেল। বাস নেই। দু-একটা বাস চলছে, তবে যাত্রীদের ভিড় অনেক বেশি। অফিসমুখী যাত্রী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পায়ে হেঁটে ও রিকশায় যেতে হচ্ছে। রাজপথের সড়ক ফাঁকা।

সকাল থেকে রাস্তায় বাস চলাচল করতে দেখা যাচ্ছে কম। মিরপুর থেকে যেতে যেতে গাবতলী, কাজীপাড়া, শেওড়াপাড়া, মহাখালী সব জায়গাতেই বাসস্ট্যান্ডগুলোতে অসংখ্য মানুষকে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

শাহবাগ এলাকায়ও অন্যান্য দিনের তুলনায় কম বাস চলতে দেখা গেছে। শাহবাগ জোনের ট্রাফিক বিভাগ জানায়, অন্যান্য দিনের তুলনায় আজ বাস চলাচল করছে খুব কম।

উল্লেখ্য, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে নিহত হয় আবদুল করিম ও দিয়া খানম। তারই প্রেক্ষিতে রাজপথে সরব শিক্ষার্থীরা।

আরবি

FacebookTwitter