’আজ যারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন তারা যে পার্মানেন্ট থাকবে সেটা বলা যাবে না’
অনলাইনঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ যারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন তারা যে পার্মানেন্ট থাকবে সেটা বলা যাবে না। নবগঠিত এ মন্ত্রিসভা ভবিষ্যতে সম্প্রসারিত হতে পারে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন-প্রবীনের সমন্বয়ে মন্ত্রিসভা গঠন করেছেন। নতুন সরকারে এক ঝাঁক নতুন মুখের সমাবেশকে স্বাগত জানাচ্ছেন পর্যবেক্ষক মহল। তারা বলছেন, নতুনরা নিজেদের প্রমাণের সুযোগ পাবে। জনগণও এ মন্ত্রিসভাকে স্বাগত জানিয়েছেন। এখন দেখা যাক- নতুন মন্ত্রীরা কেমন করেন।
নতুন মন্ত্রীদের নিয়ে কাজ করতে সমস্যা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন মন্ত্রিসভায় অনেকেই পুরাতন রয়েছেন। পুরনোদের মধ্যে যারা মন্ত্রিসভায় এসেছেন, তাদের অনেকের বেশ অভিজ্ঞতা আছে। নতুন-পুরনোরা মিলে দেশকে এগিয়ে নিয়ে যাবে।