অনলাইনঃ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য আজ ২২ ডিসেম্বর, রবিবার তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

দুপুর আড়াইটায় কমিশনের ৫৭তম সভা শেষে তফসিল ঘোষণা করা হবে বলে ইসি সূত্র জানিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য ১৯ ডিসেম্বর, বৃহস্পতিবার নোটিশ জারি করা হয়।

সভার আলোচ্য সূচিতে ঢাকার দুই সিটি নির্বাচনসহ আরো বেশকিছু বিষয় স্থান পেয়েছে বলে জানিয়েছে সূত্র। এদিন ভোটগ্রহণের তারিখের পাশাপাশি মনোনয়পত্র দাখিল, প্রত্যাহার ও যাচাই-বাছাইয়ের দিনক্ষণ ঘোষণা হতে পারে।

সূত্র জানায়, আজকের বৈঠকের আলোচনার বিষয়বস্তুতে প্রথমেই রাখা হয়েছে- ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল নির্ধারণ’।

কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, কমিশন বৈঠকে ভোটের তারিখ নির্ধারণ হবে। সিদ্ধান্ত এলেই তফসিল ঘোষণা হতে পারে।

কমিশনের ৫৬তম সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছিলেন, ‘ঢাকার দুই সিটির নির্বাচন জানুয়ারির শেষ সপ্তাহে হবে। দিন-তারিখ এখনো ঠিক হয়নি। আগামী সভায় বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করি।’

এদিকে ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ ২৩, ২৬ ও ৩০ জানুয়ারি ধরে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রে জানা গেছে। বিদ্যমান ভোটার তালিকা দিয়েই এ দুই সিটিতে ইভিএম পদ্ধতিতে হবে ভোটগ্রহণ। মূলত সেনাবাহিনীর শীতকালীন মহড়ার কারণে ভোটের সময় কিছুটা পেছানো হয়েছে। কারণ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচালনায় সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত কারিগরি দল সহায়তা করবে।

এদিকে দুই সিটির সম্প্রসারিত ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডের সংরক্ষিতসহ ৪৮ কাউন্সিলর জানুয়ারিতে নির্বাচন না করতে সম্প্রতি কমিশনে আবেদন করেছেন বলে জানা গেছে। সেসব ওয়ার্ডে নির্বাচন করলে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়ে রেখেছেন তারা।

তবে এ বিষয়ে কোনো আইনি জটিলতা নেই বলে জানিয়েছিলেন সিনিয়র সচিব মো. আলমগীর। তাদের আবেদন কমিশনে উপস্থাপন করা হয়েছিলো বলেও জানান তিনি।

সূত্র জানায়, পরিষদ ভেঙে গেলে নির্বাচিতদের মেয়াদও শেষ হবে। আর ইতিমধ্যে ঢাকার দুই সিটির ভোটের ক্ষণগণনা (কাউন্টডাউন) শুরু হয়েছে।

উল্লেখ্য, ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন গত ২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত হয়। এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক আর দক্ষিণ সিটি কর্পোরেশনে সাঈদ খোকন নির্বাচিত হন।

নির্বাচনের পর ঢাকা উত্তর সিটির প্রথম সভা হয় ওই বছরের ১৪ মে আর দক্ষিণ সিটিতে ১৭ মে। এ হিসাবে ঢাকা উত্তরের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, আর দক্ষিণের মেয়াদ একই বছরের ১৬ মে শেষ হবে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily