স্বাস্থঃ
দেশের সব সরকারী বেসরকারী হাসপাতাল, প্রাইভেট ক্লিনিকে কতটি আইসিইউ ও ‍সিসিইউ রয়েছে এবং এসব আইসিইউ ‍সিসিইউ এর জন্য যথেষ্ঠ বিশেষজ্ঞ ও লোকবল আছে কি না, এ সব আইসিইউ ও ‍সিসিইউ স্থাপন করতে কত টাকা খরচ হয় তা জানতে হাইকোর্ট এর একটি তালিকা চেয়েছে স্বাস্থ অধিদপ্তরের মহাপরিচালকের নিকট।

আগামী ২৪ এপ্রিলের মধ্যে স্বাস্থ্যসচিব ও অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) হলফনামা আকারে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ অনুযায়ী নীতিমালা প্রণয়নে আদালতের আদেশ কতটুকু বাস্তবায়িত হয়েছে, তার অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন।

সে অনুসারে স্বাস্থ্য মন্ত্রণালয় গত ৪ মার্চ অগ্রগতি প্রতিবেদন দাখিল করে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily